বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

সন্দ্বীপে শিক্ষা উপকরণ বিতরণ 

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপে শিক্ষা উপকরণ বিতরণ 

চট্টগ্রাম কলেজ পড়ুয়া সন্দ্বীপের শিক্ষার্থীদের সংগঠন সন্দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের ক্যারিয়ার কনফিগারেশন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান গত শনিবার  মগধরা স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। 

সংগঠনের  সভাপতি আশেক এলাহীর সভাপতিত্বে এতে  প্রধান অতিথির বক্তব্য  দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক ড. দিদারুল আলম, বিশেষ অতিথির বক্তব্য দেন রাজউক উত্তরা মডেল কলেজের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আনোয়ারুল কবীর প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মগধরা স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রাকিবুল মাওলা। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ